• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের চেপে ধরেছে টাইগাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০১:১৫ পিএম
নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের চেপে ধরেছে টাইগাররা
ছবি সংগৃহীত

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করতে নেমে বেশ চাপেই আছে আফগানিস্তান। শুরুতে পেসার মোস্তাফিজুর রহমান আঘাতের পর শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের আঘাতে কিছুটা চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর মাহমুদউল্লাহর স্পিনের বিষে আফগানদের অস্বস্তি যেন থামছেই না। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৫ ওভার শেষে ১৪০ রান করতেই ৪ উইকেট হারিয়েছে আফগানিস্তান। 
 
প্রথম ওভারেই মোস্তাফিজকে দারুণ এক চার মারেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তৃতীয় ওভারে দলের স্কোর ১১ রান তোলার পর এগিয়ে এসে মারতে চেয়েছিলেন এই ব্যাটার, কিন্তু ব্যাটে বলে ঠিকমতো লাগেনি। অনেক উঁচুতে ওঠা ক্যাচ মিড অনে ধরেন টাইগার অধিনায়ক তামিম। ১৪ বলে ৭ রান করে সাজঘরে ফেরত যান গুরবাজ।

প্রথম উইকেট হারানোর পর ৪৫ রানের জুটি পায় আফগানিস্তান। ধীরে ধীরে আগ্রাসী হয়ে উঠছিলেন ইব্রাহিম ও রহমত। জুটিটা ভাঙেন শরীফুল। এই বোলারের গুড লেংথের বলে ২৩ বলে ১৯ রান করে আউট হয়েছেন ইব্রাহিম। ব্যাটের কানায় লেগে স্লিপে ইয়াসিরের হাতে ধরা পড়েন ইব্রাহিম। 

এরপর অধিনায়ক হাশমতুল্লাহ ও রহমত শাহ দলের হাল ধরেন। কিন্তু পাওয়ার প্লেতে মার খাওয়া তাসকিন ডেথ ওভারে এসে তুলে নেন সেট ব্যাটার রহমত শাহকে। ৬৯ বলে ৩৪ রান করে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন তিনি। 

এরপর আফগানদের অস্বস্তিতে ফেলে দেন স্পিন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তার স্পিনের বিষে উইকেটের পেছনে মুশফিকের হাতে তালুবন্দি হয় শাহেদীর ব্যাটে লাগা বল। আফগান অধিনায়কের ব্যাট থেকে আসে ৪৩ বলে ২৮ রান।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮ বলে ৩৩ রান করে নাজিবুল্লাহ জাদরান ও ১৩ বলে ৯ রান করে অপরাজিত আছেন মোহাম্মদ নবী।

খেলা বিভাগের আরো খবর

Link copied!