• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নিসের মাঠে গিয়ে মেসি-নেইমারদের হার 


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৯:৪৩ এএম
নিসের মাঠে গিয়ে মেসি-নেইমারদের হার 

শনিবার রাতে নিসের মাঠে মুখোমুখি হয়েছিল পিএসজি। নেইমার-মেসি-ডি মারিয়ার উপস্থিতিতেও জয় পায়নি প্যারিসের ক্লাবটি। প্রতিপক্ষের মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের।

নিজেদের মাঠে শুরু থেকেই প্রাণবন্ত খেলতে থাকে নিস। মাত্র ছয় মিনিটে পরপর দুটো আক্রমণ করে তারা। প্রথম আক্রমণ প্রতিহত করেন পিএসজি গোলরক্ষক, দ্বিতীয়টি ব্যর্থ হয়।

ম্যাচের ৯ মিনিটে পিএসজিও আক্রমণ করে। তবে আনহেল ডি মারিয়ার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। প্রথমার্ধে দুই পক্ষেরই পাল্টাপাল্টি আক্রমণ চলে। দ্বিতীয়ার্ধেও নিসকে প্রতিহত করতে পারছিল না পিএসজি। ম্যাচের ৬৬ মিনিটে নেইমারের দুর্বল ফ্রি কিক প্রতিপক্ষ গোলরক্ষকের গ্লাভসে বন্দী হয়।

অবশেষে ম্যাচের ৮৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নিস। ডেলোর্ট পিএসজির জালে বল জড়িয়ে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন। চলতি মৌসুমে লিগে পিএসজির এটি তৃতীয় হার।
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!