• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন গুনাথিলাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ১০:০৯ পিএম
নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন গুনাথিলাকা

গত বছর জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়ে বায়ো বাবলের বলয় ভাঙায় নিষেধাজ্ঞা পেয়েছিলেন লঙ্কান তিন ক্রিকেটার দানুশকা গুনাথিলকা, কুশল মেন্ডিস ও নিরোশান ডিকবেলা। তাদের এক বছরের জন্য মাঠের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে শাস্তির মেয়াদের পুরোটা সময় ক্রিকেট থেকে দূরে থাকতে হয়নি এই ত্রয়ীর।

নির্দিষ্ট সময়ের আগেই মুক্তি মিলেছে তাদের। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন এই তারকারা।

যদিও আগেই ক্রিকেটারদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কুশল খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।

আসন্ন অস্ট্রেলিয়া সফরেও স্কোয়াডেও আছেন তিনি। একই সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবার শ্রীলঙ্কা দলের সঙ্গে যুক্ত হচ্ছেন গুনাথিলাকা।

অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের স্কোয়াডে আছেন গুনাথিলাকা। সতীর্থ কুশলও তার সঙ্গে উড়াল দেবেন।  তবে নিষেধাজ্ঞা কাটলেও এই সিরিজে জায়গা হয়নি ডিকবেলার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১১ ফেব্রুয়ারি। ম্যাচগুলো হবে সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!