২০০৩ সালে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাট্রিক করেন লেগ স্পিন অলরাউন্ডার অলোক কাপালি। কাপালি দলে নেই দশক ছাড়িয়েছে। তবুও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তৈরি হয়নি বিশেষজ্ঞ কোনো লেগ স্পিনার।
আধুনিক ক্রিকেটে যেখানে লেগ স্পিনারদের দাপট চলছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো লেগ স্পিনার তৈরি করতে পারেনি। এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একাধিক জায়গায় আক্ষেপ করলেও তার সমাধান এখনো হয়নি।
এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলেও দেখা যায়নি কোনো লেগ স্পিনার। চলতি বিপিএলে একাদশেও নেই দেশি লেগ স্পিনারদের।
তাই আসন্ন আফগানিস্তান সিরিজে কোনো লেগিকে দেখা যাবে কিনা এমন প্রশ্ন ক্রিকেটমহলে। তবে জাতীয় দল বা এর আশেপাশে যে কয়েকজন লেগ স্পিনার আছেন, তাদেরকে মানসম্পন্ন মনে হচ্ছে না বিসিবি নির্বাচকদের।
এ নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক বলছিলেন, ‘‘মানসম্পন্ন লেগস্পিনার তেমন নেই তাই খেলছে না। জাতীয় দলের জন্য কিন্তু চেষ্টা করা হয়েছিল একটা সময়। মোটামুটি হলেই তাকে খেলার সুযোগ দেয়া হয়েছে। কিন্তু যখন এরকম টুর্নামেন্টগুলো হয়, বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক, তখন তারা একটা প্লেয়ার সুযোগ দেওয়ার জন্য দলে নেবে না।’’
বাংলাদেশে আমিনুল ইসলাম বিপ্লব, জুবাইর হোসেন লিখন, রিশাদ হোসেন, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আলিস আল ইসলামরা থাকলেও একাদশে মেলেনা তেমন সুযোগ। এবার যেন বিপিএলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর স্থানীয় লেগ স্পিনার খেলানোর বেশ অনীহা দেখা গেছে।
১০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামার সুযোগ পেয়েছেন লিখন। তবে খেলেছেন মাত্র ১ ম্যাচ।
রিশাদ বিপিএলে দল পেলেও পরে বাদ পড়েছেন করোনায়। তার পরিবর্তে সুযোগ পাওয়া বিপ্লব এখানো একাদশে জায়গা পাননি।
বিপিএলে দল পেলেও একাদশে উপেক্ষিত আলিস। আফ্রিদি তো বিপিএলেই জায়গা পাননি।
এসব বেড়াজালের মধ্যে রাজ্জাকের যুক্তি এমন, ঘরোয়া ক্রিকেটেই যারা সুযোগ পান না তারা জাতীয় দলে কিভাবে বিবেচিত হবেন?
রাজ্জাক বললেন, ‘‘জাতীয় দল সুযোগ দেয়ার জায়গা না। লেগ স্পিনার খোঁজা হয়েছিল। লিখনকে নেয়া হয়েছিল, টেস্টে সে কিন্তু ভালো করেছে। হঠাৎ সে আর ভালো করতে পারেনি তাই সে বাইরে চলে গেছে। বিপ্লব কিন্তু ভারতের বিপক্ষে লেগ স্পিন করেছে। লিগগুলোতে যখন ম্যাচ পাচ্ছে না আর ভালো করছে না, তখন থেকে কিন্তু বিপ্লবও জাতীয় দলে খেলেনি।’’
তবে জাতীয় দলের দরজা যে তাদের জন্য বন্ধ হয়ে গেছে একথা মানতে নারাজ এক সময়ে বাংলাদেশ দলকে সার্ভিস দেয়া এই বাঁহাতি স্পিনার। তবে সেটা আবারও প্রমাণ করতে হবে।