• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
চট্টগ্রাম টেস্ট

নিজ শহরে অভিষেক হলো রাব্বির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ১০:১২ এএম
নিজ শহরে অভিষেক হলো রাব্বির

সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অনেকটাই তরুণ দল নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ দল।

ধারণা হচ্ছিল, আজ দুইজনের অভিষেক হতে পারে বাংলাদেশ দলে। কিন্তু হয়েছে একজনের। বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো টেস্ট খেরতে নেমেছেন চট্টগ্রামের ছেলে ইয়াসির আলী রাব্বি। 

এদিকে অভিষেকের অপেক্ষা বাড়ল মাহমুদুল হাসান জয়ের। বৃহস্পতিবার হঠাৎ করে দুই পেসার খালেদ হোসেন ও শহিদুল ইসলামকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে আজ তাদের কেউই জায়গা পাননি।

বাংলাদেশ একাদশ : শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, সাইফ হাসান।

পাকিস্তান একাদশ : আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহম্মদ রেজওয়ান, ফাহীম আশরাফ, নোমান আলী, হাসান আলী, শাহীন আফ্রিদি, সাজিদ খান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!