নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। চোট কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে খেলছেন সাকিব, এজন্য বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তবে এই সফরে যেতে চান না বলে অনানুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়েছেন সাকিব। তবে কিউই সফরে সাকিব কেন যেতে চান না তার কারণ জানাতে বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নিউজিল্যান্ড সফর থেকে সাকিব ছুটি চেয়েছেন বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। দুই টেস্ট ম্যাচের এই সফরের জন্য শনিবার সন্ধ্যায় ১৮ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
এই বিষয়ে মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, “অফিসিয়ালি সে কিছু বলে নাই। আনঅফিসিয়ালি খবর দিয়েছে।"
বিসিবি সভাপতি আরও জানান, "ওকে অফিসিয়ালি জানাতে হবে। অফিসিয়ালি জানাক, তার পর দেখা যাবে।”
কি কারণে ছুটি নিতে চায় সাকিব তা জানাতে হবে বলে জানিয়েছেন পাপন। বলেন, “কারণ তো একটা দেবে। কারণ দিতে হবে। কারণটা দেখতে হবে আগে। কারণই তো জানি না…।”
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।