জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী নভেম্বরে জিম্বাবুয়ে পৌঁছাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই দ্বিপাক্ষিক সিরিজটি হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ।
এ বিষয়ে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে বিসিবির নারী ক্রিকেটের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, "বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং জিম্বাবুয়ে ক্রিকেট এই সিরিজটি নিয়ে আলোচনা করেছে এবং সিদ্ধান্ত হয়েছে যে আমাদের নারী ক্রিকেট দল জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। আমরা দ্বিপাক্ষিক সিরিজের জন্য শুধু ওয়ানডে ম্যাচ খেলতে চাচ্ছি কারণ বিশ্বকাপ কোয়ালিফায়ারে আমাদের ওয়ানডে ফরম্যাটে খেলতে হবে। কোয়ালিফায়ারের আগে আমাদের প্রস্তুতির জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
প্রায় ১৮ মাস পর বাংলাদেশ নারী দল আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে। এ বিষয়ে নাদেল বলেন, "আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ নারীদের জন্য সিরিজ আয়োজনের চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের পরিকল্পনা সফল হয়নি।"
করোনাভাইরাস মহামারী এবং উপমহাদেশের দলগুলোর মধ্যে বিভিন্ন অসহযোগিতার কারণে সিরিজ আয়োজন করা কষ্টকর ছিল। আর কোন কোন দেশের কারণে এমন সমস্যা হয়েছিল তাদের নাম বলতে চাননি নাদের।
"দুর্ভাগ্যবশত এখনও লিঙ্গ বৈষম্য সম্পর্কিত সমস্যার সম্মুক্ষীন হচ্ছে নারী ক্রিকেটাররা। যদিও আমরা তা থেকে বের হওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। একটি জৈব সুরক্ষা বলয় তৈরির জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা আমরা আমাদের স্পনসর থেকে পাই না। বিনিয়োগকারীরা আশা করেন যে তারা প্রতিটি সিরিজের মধ্যে বিনিয়োগ করবে। সেই পটভূমিতে এটি এখন সম্ভব হবে বলে মনে হয় না। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচগুলো আমরা চূড়ান্ত করতে সক্ষম হয়েছি।"