• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
আইপিএল ২০২২

নবাগতদের খেলায় জিতল গুজরাট টাইটান্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ১১:৩৭ এএম
নবাগতদের খেলায় জিতল গুজরাট টাইটান্স
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে নবাগত দুই দলের লড়াইয়ে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। 

সোমবার (২৮ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ পায় লখনৌ। 

জবাবে রান তাড়া করতে নেমে ২ বল ও ৫ উইকেট হাতে রেখেই শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নেয় হার্দিক পান্ডিয়ার দল গুজরাট। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে গুজরাটের দুই পেসার মোহাম্মদ শামি ও বরুন অরুণের আগুনে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ৩২ রান করে লোকেশ রাহুলের দল। এরপর মিডল অর্ডারে দীপক হুদা ও আয়ুশ বাদোনির ৮৭ রানের জুটিতে দলীয় একশ রান ছাড়িয়ে যায় তারা। শুরু থেকেই হাত খুলে ব্যাট করতে থাকা হুদা ৪১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে রশীদ খানের ঘূর্ণিতে বিদায় নেন। 

এরপর আয়ুশ বাদোনিও ব্যাট হাতে ঝড় তোলেন। আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে আয়ুশও ৪১ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন। শেষ দিকে ক্রুনাল পান্ডিয়ার ১৩ বলে ২১ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করেছে লখনৌ সুপার জায়ান্টস। 

গুজরাটের পক্ষে ২৫ রানে ৩ উইকেট পান মোহাম্মদ শামি। এছাড়া বরুণ অরুণের শিকার ২ উইকেট। 

রান তাড়া করতে নেমে গুজরাটও ১৫ রানে ২ উইকেট হারিয়ে বসে। এরপর হার্দিক পান্ডিয়া আর ম্যাথু ওয়েডের জুটিতে ১০ ওভারে ৭২ তোলে তারা। এরপর টানা দুই ওভারে হার্দিক (২৮ বলে ৩৩) আর ওয়েডকে (২৯ বলে ৩০) হারিয়ে ফের বিপদ। ফলে শেষ ৫ ওভারে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৬৮ রান। পাল্লা তখন অনেকটাই হেলে পড়েছে লখনৌ সুপার জায়ান্টের দিকে।

কিন্তু  রাজস্থান রয়্যালসের সাবেক তারকা অলরাউন্ডার রাহুল তেয়াতিয়া আর ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিংয়ে হিসেব পাল্টে দিলেন। মিলার ২১ বলে ৩০ করে আউট হন। তেয়াতিয়া ২৪ বলে ৪০* রানের হার না মানা ইনিংস খেলেন। আর শেষ ওভারে ৩ বাউন্ডারি হাঁকিয়ে প্রয়োজনীয় ১১ রান তুলে চমক দেখান অভিনব মনোহর (৭ বলে ১৫)।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন লখনৌর টপ অর্ডারে ধস নামিয়ে দেওয়া গুজরাটের পেসার মোহাম্মদ শামি। 

Link copied!