• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুর্দান্ত সাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন ম্যাককালাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৬:০৫ পিএম
দুর্দান্ত সাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন ম্যাককালাম

ম্যাচের পর ম্যাচ ড্রেসিং রুমেই বসে থাকতে হয়েছে সাকিবকে। হঠাত করেই যখন ম্যাচে সুযোগ পেলেন তখন সুযোগকে কাজে লাগিয়ে দারুণ পারফর্ম করলেন ম্যাচে। রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুর্দান্ত জয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কৃতিত্ব সাকিব আল হাসানকে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। 

আইপিএলের প্রথম তিন ম্যাচে মাঠে নেমেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। কিন্তু এর পর আর সুযোগ পাচ্ছিলেন না। ৯ ম্যাচ পর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার একাদশে ফেরেন সাকিব। ফিরেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি।

বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ নৈপুণ্য দেখানো সাকিবকে নিয়ে ম্যাককালাম বলেন, ‘সাকিব শুধু বল হাতেই দুর্দান্ত ছিল না, দারুণ রান আউটও করেছে সে। অভিনন্দন তাকে। এই মুহূর্তগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল।’

ম্যাচের সপ্তম ওভারে প্রথমবারের সাকিবকে বোলিং আক্রমনে আনেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান দেন সাকিব। সে ওভারের পঞ্চম বলে দুর্দান্ত থ্রোতে রান আউট করেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

নবম ওভারে আবারও আক্রমণে আসেন সাকিব। এই ওভারেও মাত্র ৪ রান খরচ করেন। 

তবে সাকিবের উইকেটের আক্ষেপ মিটে যায় ইনিংসের একাদশ ওভারে। সে ওভারের প্রথম বলে অভিষেক শর্মাকে স্ট্যাম্পিংয়ের ফাদে ফেলে সাজঘরে পাঠান সাকিব। এই ওভারে মাত্র ২ রান খরচ করেন সাকিব।

সাকিব ১৩তম ওভারেই ব্যক্তিগত চতুর্থ ও শেষ ওভার করেন। এই ওভারে ১০ রান খরচ করলেও ২০ রান দিয়ে ১ উইকেট নিয়ে বোলিং শেষ করেন তিনি। 

Link copied!