• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
আইপিএল ২০২২

দিল্লি ক্যাপিটালসের টিম বাসে দুর্বৃত্তদের হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০২:৫৬ পিএম
দিল্লি ক্যাপিটালসের টিম বাসে দুর্বৃত্তদের হামলা
ছবি সংগৃহীত

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। এজন্য সব ফ্রাঞ্চাইজি মুম্বাইয়ে একত্রিত হতে শুরু করেছে। কিন্তু এই প্রতিযোগিতা শুরু হবার আগেই বিতর্কে পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (১৫ মার্চ) দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা ও ভাংচুর চালিয়েছে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত দল। খবর ভারতের সংবাদ সংস্থা ‘এএনআই’ এর। 

সংস্থাটি জানায়, পার্কিংলটে দাঁড়ানো দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা ও ভাঙচুর চালায় ৫ থেকে ৬ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তবে বাসে থাকা কেউ হতাহতের শিকার হননি। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। আইপিসি-র ১৪৩, ১৪৭, ১৪৯ এবং ৪২৭ নম্বর ধারায় মামলাও দায়ের করেছে মুম্বাই পুলিশ। ঘটনাকে ঘিরে গতকাল ব্যাপক উত্তেজনাও ছড়ায়। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এদিকে হামলাকারীদের পরিচয় অজানা হলেও তারা সকলেই রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পরিবহণ শাখার সদস্য বলে জানা গিয়েছে।

ভারতীয় সংবাদটি জানায়, মূলত দিল্লি দলের বাসটি উত্তরপ্রদেশ থেকে আনার কারণেই ক্ষোভ হামলাকারীদের। তাদের প্রশ্ন, মুম্বাইয়ে স্থানীয় কোনও পরিবহণ সংস্থার বাস না নিয়ে কেন উত্তরপ্রদেশ থেকেআনতে হবে? ক্রিকেটারদের হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াতের জন্য উপযুক্ত বাস কি মুম্বাই বা মহারাষ্ট্রে নেই?

আইপিএলের পঞ্চম মেগা এই আসরে এবার ১০টি দল মুখোমুখি হবে। মুম্বাইয়ের ৩টি ভিন্ন স্টেডিয়ামে আসরের ৫৫টি লিগ ম্যাচ হবে। এই ম্যাচগুলো ডিওয়াই পাটিল, ব্র্যাবোর্ন এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে সব দলের সদস্যরা মুম্বইয়ের বিভিন্ন হোটেলে জড়ো হতে শুরু করেছেন।

দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। তাদের প্রতিপক্ষ ঘরের ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত আইপিএলের শিরোপা জিততে পারেনি। অন্যদিকে মুম্বাই জয়লাভ করেছে ৫ আসরে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!