• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দলীয় পারফরম্যান্সের অভাব দেখছেন তাসকিন


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ১০:০৫ পিএম
দলীয় পারফরম্যান্সের অভাব দেখছেন তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষের বাকি ম্যাচটি নিছকই আনুষ্ঠানিকতার। চোখের দেখা তো বটেই, কাগজে-কলমেও আর সম্ভাবনা রাখেনি তারা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ে টাইগারদের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায়। দলের সদস্য তাসকিন আহমেদ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন, দল হিসেবে ভালো করতে না পারলে সবকিছু কঠিন।

সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় রান থামে ৮৪ তে। এতেই একপ্রকার নিশ্চিত হয়ে যায় অনায়াসে ম্যাচ জিতে যাবে প্রতিপক্ষ। যদিও বোলাররা প্রোটিয়া ব্যাটারদের চেপে ধরার চেষ্টা করেন। তবে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় সেই চেষ্টা তেমন ফলপ্রসূ হয়নি। মাত্র ১৪ ওভার খেলেই ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা।

দলের পেসার তাসকিন আহমেদ ৪ ওভার বোলিং করে ১৮ রানে ২ উইকেট তুলে নেন। তবে দলের সামগ্রিক খেলা ভালো না হলে ম্যাচ জেতা কঠিন বলেই মনে করেন তিনি। তাসকিন বলেন, “দল হিসেবে পারফর্ম ভালো না হলে সবকিছুই আসলে কঠিন। খুবই স্বাভাবিক ভালো না খেললে অনেক কথা হয়, অনেক কিছু হয়।”

Link copied!