• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

তিন ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ১২:৩৩ পিএম
তিন ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সময় খুব একটা ভালো কাটছে না। ম্যাচে পরিচিত ফলাফল ড্র কিংবা পরাজয়। তিন ম্যাচ পর জয়ের দেখা পেল কাতালান ক্লাবটি। রোববার (২৩ জানুয়ারি) রাতে লা লিগায় আলাভেজের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়টি আসে ১-০ ব্যবধানে। গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং।

কয়েক দিন আগেই স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সা হেরে বিদায় নিয়েছিল ৩-২ গোলে। গত বৃহস্পতিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নেয় তারা।

আলাভেজের মাঠে প্রতিপক্ষের ওপর চড়াও হওয়ার তেমন কোনো জোরালো শট দেখা যায়নি বার্সেলোনার। উপরন্তু বিরতির আগে সুযোগ পায় আলাভেস। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচ ছিল নিষ্প্রভ। ম্যাচের ৬৩ মিনিটে সুযোগ আসে বার্সেলোনার সামনে। তবে গোলমুখে বল পেয়েও ঠিকমতো শট নিতে পারেননি লুক ডি ইয়ং। ম্যাচের ৭৮ মিনিটে আলাভেসও একটি ভালো সুযোগ হারায়।

ম্যাচের ৮৭ মিনিটে বার্সেলোনা ম্যাচের একমাত্র গোলটি পায়। ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং দলকে জয়সূচক গোলটি এনে দেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!