• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

তিন ফরম্যাটে অজিদের আলাদা কোচ নিয়োগের ইঙ্গিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০১:০৫ পিএম
তিন ফরম্যাটে অজিদের আলাদা কোচ নিয়োগের ইঙ্গিত
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার কোচিংয়ের দায়িত্ব নিয়ে জাস্টিন ল্যাঙ্গার দেশকে জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। এরপর ঘরের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৪-০তে অ্যাশেজে পরাজিত করতেও এই কোচের অবদান অনেক। কিন্তু লম্বা সময়ের জন্য কোচিংয়ের দায়িত্ব না দেয়ায় ছেড়ে দিয়েছেন প্রধান কোচের পদ। 

এরপর থেকে ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু কে হবেন অস্ট্রেলিয়ার পরবর্তী কোচ। এই সিদ্ধান্ত অবশ্য এখনও পাকাপাকিভাবে নেয়নি তারা। তবে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কাঁধে দায়িত্বটা দিয়ে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হেন্ডারসন এর মধ্যেই কোচের ক্ষেত্রে অভিনব এক সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন। 

তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন ক্রিকেটীয় দলে দেখা গিয়েছে। এবার দেখা যেতে পারে আলাদা কোচও। অন্তত হেন্ডারসনের কথাতে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার নতুন হেড কোচের ব্যাপারে সিএ চেয়ারম্যান হেন্ডারসন বলেছেন, ‘একজনের ক্ষেত্রে আমার মনে হয় এটা বেশ পরিশ্রমসাধ্য কাজ। তাই ভবিষ্যতে কোচিংয়ের কাজও ভাগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’

আগামী দুই বছর বেশ ব্যস্ততা অস্ট্রেলিয়ার। টেস্ট ও ওয়ানডে চ্যাম্পিয়নশিপের সঙ্গে এ বছরের শেষদিকেই আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আগামী বছর ভারতে হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপও। সব মিলিয়েই আলাদা কোচের ব্যাপারে পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া।

এ নিয়ে হেন্ডারসন বলেছেন, ‘আপাতত একজন কোচের ওপরেই ভার রাখতে চাই আমরা। সেই ফলাফলের প্রেক্ষিতে পরে কাউকে নিয়োগ করা হবে কি না সেটা ভাবা হবে। আগামী ১২ থেকে ১৮ মাস খুবই ব্যস্ত থাকতে হবে আমাদের। ফলে একজনের পক্ষে সেই চাপ সামলানো মুশকিল হবে বলেই আমাদের ধারণা।’

এর আগে অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনও তিন ফরম্যাটে আলাদা আলাদা কোচ নিয়োগের প্রস্তাব করেছিল বোর্ডকে। তখন তিনি বলেছিলেন, ‘আমি মনে করি ফরম্যাট অনুযায়ী আলাদা কোচ করার প্রয়োজনীতা এসেছে। আমি মনে করি তাদের ভূমিকা ভাগ করে দেয়ার ভালো সুযোগ রয়েছে। এটা টেকসই না। প্রত্যেকে প্রত্যেক ফরম্যাটে লম্বা সময়ের জন্য কাজ করবে।’

‘দলের পরিবেশের মাঝে ক্লান্তি আসছে। বিশেষ করে কোভিড এবং জৈব সুরক্ষা বলয়ের সময়ে এটা খুব বেশি হচ্ছে। আমার মনে হয় ক্রিকেট অস্ট্রেলিয়া খুব দ্রুতই কোচের এই প্রথাটা ভাঙবে এবং সবাই এটা থেকে উপকৃত হবে।’

ক্রিকেট অস্ট্রেলিয়া যদি তিন ফরম্যাটে আলাদা আলাদা কোচ নিয়োগ করে, তবে শেন ওয়াটসনের কথার বাস্তবায়ন হতে যাচ্ছে বলেই ধরে নেয়া যায়। 

Link copied!