• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

তাসকিনের কাছে আইপিএলের চেয়ে বড় যে অর্জন


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ১০:০৫ এএম
তাসকিনের কাছে আইপিএলের চেয়ে বড় যে অর্জন

২০১৯ সালে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ে তাসকিন আহমেদের কান্না ছুঁয়ে গিয়েছিল দর্শক হৃদয়ে। অশ্রুভেজা কণ্ঠে জানিয়েছিলেন কামব্যাক করবেন। তবে ফিরে আসাটা যে এত বর্ণিল হবে, কে ভেবেছিল! 

এলেন, দেখলেন, জয় করলেন—এমনটাই তাসকিনের ২২ গজের পারফরম্যান্স। পুরো দেশ তার বন্দনা করছে। করবেই বা না কেন! প্রোটিয়াদের মাটিতে তাদের ২-১ ব্যবধানে প্রথমবারের মতো সিরিজে হারানোর নায়ক যে তাসকিন। তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়েছেন ৫ উইকেট তুলে। প্রথম ম্যাচেও পেয়েছেন ৩ উইকেট।

আইপিএল খেলার স্বপ্ন দেখতেন তাসকিন। সেই সুযোগও এবার এসেছিল। সরাসরি তাকে দলে ভেড়াতে চেয়েছিল লখনৌ সুপার জায়ান্ট। কিন্তু আগুন ফর্মে থাকা এই পেসারকে জাতীয় দলের ব্যস্ত সূচিতে হারাতে চায়নি বিসিবি। আইপিএল খেলতে না পারলেও দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজে ম্যাচসেরা ও সিরিজ সেরার পুরস্কার উঠেছে তাসকিনের হাতে। তাসকিনের মন খারাপের মেঘ কি কাটেনি? জানিয়েছেন দলের অধিনায়ক তামিম ইকবাল।

ঐতিহাসিক জয়ের পর তামিম বলেন, “তাসকিন এখনো তরুণ। আইপিএল উপেক্ষা করা কঠিন। কেউই এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না। তবে দেশের হয়ে খেলার চেয়ে অনুপ্রেরণার আর কিছু হতে পারে না। যখন সে ম্যানসেরা ও সিরিজ সেরার দুটি ট্রফি পেল, পুরস্কার বিতরণীতে ওকে বলেছিলাম, ‘দিস ইজ ইওর আইপিএল।’ সে আমার সাথে একমত। এখন সে ঠিকঠাক আছে এবং খুব খুশি।”

Link copied!