• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

তাসকিনের আইপিএলে না যাওয়া নিয়ে যা বললেন মাশরাফী


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ১০:৫৩ এএম
তাসকিনের আইপিএলে না যাওয়া নিয়ে যা বললেন মাশরাফী

জাতীয় দলে এখন দারুণ ফর্মে আছেন পেসার তাসকিন আহমেদ। বল হাতে উইকেটও পাচ্ছেন। তার পারফরম্যান্স নজর এড়ায়নি আইপিএল দলেরও। তাইতো তাকে দলে টানতে আগ্রহী ছিল লখনৌ সুপার জায়ান্ট। 

জাতীয় দল এখন দক্ষিণ আফ্রিকায়, চলছে ওয়ানডে সিরিজ। এরপর আবার টেস্ট সিরিজ শুরু হবে। তাই ফর্মে থাকা তাসকিনকে হারাতে রাজি হয়নি বিসিবি। তাসকিনের ব্যাপারে লখনৌকে সাফ ‘না’ জানিয়ে দিয়েছে বোর্ড।

বোর্ডের এই সিদ্ধান্তকে ইতিবাচক দেখছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ নিয়ে পোস্টও দিয়েছেন তিনি।

মাশরাফী লিখেছেন, ‘সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে। কারণ দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখী এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরি।”

বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক তাসকিনকে শুভেচ্ছাও জানিয়েছেন। মনে করিয়ে দিয়েছেন খারাপ সময় কাটিয়ে তার দৃঢ়তায় ফিরে আসার কথাও।

মাশরাফী আরও লেখেন, “ভালো খেলতে থাকো তাসকিন। সুযোগ আপনিতেই আসবে। ৩ বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো। সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিলো খুব সামান্য কিছু মানুষ। তাদের যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দাও। কারণ তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবে না। তাই তোমার ক্রিকেটের সেরা মুহূর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন, আমিন।”

Link copied!