তালেবানদের ‘ইতিবাচক’ বললেন আফ্রিদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০১:০৬ পিএম
তালেবানদের ‘ইতিবাচক’ বললেন আফ্রিদি

চলতি মাসের ১৫ তারিখ কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। আর ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমানটি বিদায়ের মধ্য দিয়ে দেশটিতে সমাপ্তি ঘটে মার্কিন-তালেবান যুদ্ধের। এদিকে আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান নিয়ে শঙ্কিত বিশ্ববাসী। তালেবানের কট্টর শাসন ও রক্ষণশীলতায় দেশটিতে মানবিক বিপর্যয় দেখছেন অনেকেই।

তবে সেই অনেকের দলে নেই শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন, তালেবান ইতিবাচক মানসিকতা দেখাচ্ছে। অর্থাৎ আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসায় ক্ষতি দেখছেন না এই পাক ক্রিকেটার।

পাকিস্তানের সাংবাদিক নায়লার সঙ্গে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, “তালেবান ক্ষমতায় এসেছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। তারা নারীদের কাজ করতে দিচ্ছে। তারা নারীদের রাজনীতিতে ঢোকার সুযোগ করে দিচ্ছে।”

তালেবানরা ক্রিকেটকে সমর্থন দিচ্ছে জানিয়ে আফ্রিদি আরও বলেন, “তারা (তালেবান) ক্রিকেটকে সমর্থন দিচ্ছে। আমি বিশ্বাস করি তালেবান ক্রিকেট খুব পছন্দ করে।”

তবে আফ্রিদি একা নন, তালেবানদের পক্ষে কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানও। তালেবানদের ক্ষমতা দখলকে স্বাগত জানিয়ে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক বলেন, ‘অন্য দেশের সংস্কৃতি থেকে আফগানিস্তানকে মুক্তি’ দিয়েছে তালেবান!

Link copied!