• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

তামিমের কণ্ঠে ঝরে পড়ছে কৃতজ্ঞতা


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৮:৪৭ এএম
তামিমের কণ্ঠে ঝরে পড়ছে কৃতজ্ঞতা

সিনিয়ররা পথ দেখায়, তরুণরা সে পথ ধরে হাঁটে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। একের পর এক সিনিয়র ব্যাটারের বিদায়ে শক্ত করে হাল ধরলেন তরুণ দুই খেলোয়াড়।

আফগানদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ভরসা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ যখন বিদায় হলেন, তখন স্কোর ৪৫ রান, ৬ উইকেটের বিনিময়ে। ক্রিজে মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব। নিশ্চিত পরাজয় ধরে নিয়ে সবাই অপেক্ষার প্রহর গুনছে। রানের ব্যবধান কতটা কমাতে পারেন, সেদিকেই সবার লক্ষ্য।

অথচ অবিশ্বাস্যভাবে তারা দুজন একটু একটু করে জয়ের দিকেই ছুটলেন। মিরাজ (৮১) ও আফিফের (৯৩) ব্যাটে ভর করে ৪ উইকেটের দারুণ এক জয় উপভোগ করল ক্রিকেটপ্রেমীরা।

ম্যাচের পর এই দুই ম্যাচ উইনারের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি দলের অধিনায়ক তামিম। তিনি বলেন, “সত্যিই এটি অবিশ্বাস্য ছিল। ওদের দুজনের কাছে কৃতজ্ঞ। ওরা যা করেছে, এখান থেকে ম্যাচ বের করা রীতিমতো অসম্ভব ছিল।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!