দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। সব ঠিকঠাক থাকলে আজ রবিবার (২২ মে) ঢাকায় পা রাখবেন তিনি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিন মাঠে বসেই খেলা উপভোগ করবেন আইসিসি চেয়ারম্যান।
বার্কলের আগমনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, “আইসিসি প্রধান বাংলাদেশে আসছেন। তিনি মূলত ভারতে যাবেন আইপিএলের ফাইনাল ম্যাচ দেখতে। এর আগেও তিনি বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন। আমরাও তাকে স্বাগত জানিয়েছিলাম।"
বার্কলের বাংলাদেশে কোনো নির্দিষ্ট কর্মসূচি নেই। উল্লেখযোগ্য কাজের মধ্যে ঢাকা টেস্টের প্রথম দিনে মাঠে খেলা দেখবেন তিনি।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “তিনি কোনো এজেন্ডা নিয়ে আসছেন না। মাঠে বসে দ্বিতীয় টেস্টের প্রথম দিন দেখতে চান। একেবারে আনুষ্ঠানিক সফর। কোনো সুনির্দিষ্ট কারণ নেই। তবে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব।"