বিপিএলে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হয়েছিল। ঢাকার বিপক্ষে ৩০ রানে জয় পেয়েছে চট্টগ্রাম।
নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রাম স্কোরবোর্ডে জমা করেছিল ১৬১ রান। চট্টগ্রামের পক্ষে কেউই অর্ধশতকের ঘরে পৌঁছাতে পারেননি। ওপেনার উইল জ্যাকসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৪ বলে ৪১ রান। দ্বিতীয় সর্বোচ্চ বেনি হোওয়েলের ১৯ বলে ৩৭ রান। ৮ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ ১৬১ রান।
ঢাকার পক্ষে রুবেল হোসেন ৩টি, আরাফাত সানি, উদানা, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ একটি করে উইকেট লাভ করেন।
১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করে ঢাকা। ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদ দলীয় রান এগিয়ে নিতে থাকেন। দলের ৪২ রানে শেহজাদ ও ৭৩ রানে তামিম আউট হলে নিয়মিত উইকেটের পতন হতে থাকে। একমাত্র তামিমের অর্ধশতক (৪৫ বলে ৫২) ছাড়া ব্যাটাররা কেউ তেমন সুবিধা করতে পারেননি। ফলে তাদের ইনিংস গুটিয়ে যায় ১৯.৫ বলে ১৩১ রানে। চট্টগ্রাম জয় পায় ৩০ রানে।
চট্টগ্রামের পক্ষে শরিফুল ইসলাম ৪টি, নাসুম আহমেদ ৩টি উইকেট লাভ করেন। মুকিদুল ইসলাম ও নাঈম ইসলাম পান ১টি উইকেট।