• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ডি ককের বিদায়ে বাংলাদেশের আশা বাড়ল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৭:৩৩ পিএম
ডি ককের বিদায়ে বাংলাদেশের আশা বাড়ল
ছবি সংগৃহীত

বাংলাদেশের দেয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই আগ্রাসী ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডি কক। এই দুই ব্যাটার বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে রানের ফোয়ারা ছড়িয়ে যাচ্ছিল। এই দুই ব্যাটারকেই বিদায় করেছে বাংলাদেশি স্পিনাররা। প্রথমে মিরাজের বলে মালানের বিদায়ের পর ডি কক ফিরেছেন সাকিবের বলে আফিফ হোসেনের দুর্দান্ত এক ক্যাচে। এই জুটির বিদায়ে আশা জাগাচ্ছে টাইগার শিবিরে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ২ উইকেটে ১০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য এখনো ৮৮ রান করতে হবে। তাদের হাতে আছে ৮ উইকেট। ব্যাট হাতে কাইল ভেরানে ১৪ ও টেম্বা বাভুমা ৪ রানে অপরাজিত রয়েছেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে ওঠেন ডি কক। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে তুলে নেন ক্যারিয়ারের ২৮তম হাফ সেঞ্চুরি। অন্যদিকে দেখেশুনে ব্যাট করছিলেন মালান। এরপর মিরাজের ঘুর্ণিতে ৪০ বলে ২৬ রান করা মালান বিদায় নিলে ভাঙ্গে তাদের ৮৬ রানের জুটি। 

মিরাজের দেখাদেখি দায়িত্ব তুলে নিলেন সাকিব আল হাসানও। ১৬তম ওভারে সাকিবের দ্বিতীয় বলে ডিপ মিডউইকেটে আফিফ হোসেনের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন ডি কক। বিধ্বংসী হয়ে ওঠা এই ব্যাটার ৪১ বলে ৬২ রান করেন। প্রোটিয়া এই উদ্বোধনী ব্যাটার ৯টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় সাজান তার ইনিংস।

খেলা বিভাগের আরো খবর

Link copied!