করোনার কারণে স্থগিতের এক বছর পর আবার শুরু হচ্ছে টোকিও অলিম্পিক গেমস। খেলোয়াড়দের প্রস্তুতির ঘাটতি, দর্শকশূন্য স্টেডিয়াম থাকার পরেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ বলেছেন, এবারের টোকিও অলিম্পিক নতুন তারকা ও কিংবদন্তি তৈরি করবে।
টমাস বাখ আরও বলেন, খারাপ পরিস্থিতিতেও খুবই উচ্চমানের খেলা হবে। আমরা দেখেছি কিভাবে এক বছরের বেশি সময় ধরে খেলোয়াড়েরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই সময়টা সবার জন্যই চ্যালেঞ্জের ছিল। তারপরেও আমরা দুর্দান্ত খেলা দেখতে পাব এবং যে কোনো অলিম্পিকের মতো এখানেও নতুন তারকা ও নতুন কিংবদন্তি তৈরি হবে।
টমাস বাচ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অলিম্পিক নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর অলিম্পিক নিয়ে চলমান সমস্যাগুলো সমাধানের চেষ্টার করবেন বলে জানান।