• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্প্রিন্টে টম্পসনের রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৯:৪১ পিএম
স্প্রিন্টে  টম্পসনের রেকর্ড

টোকিও অলিম্পিকের দ্রুততম মানবীর খেতাব জিতেছেন জ্যামাইকার এলেইন টম্পসন। স্বদেশি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে পেছনে ফেলে মেয়েদের ১০০ স্প্রিন্টে এ পুরস্কার জিতেন টস্পসন। 
 
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের ৩৩ বছরের রেকর্ড ভাঙেন টম্পসন। অলিম্পিকে আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার। ১৯৮৮ সালে ১০ দশমিক ৬২ সেকেন্ড টাইমিং করেছিলেন তিনি।  

মেয়েদের ১০০ মিটারের ইতিহাসে দ্বিতীয় সেরা টাইমিং করেছেন টম্পসন। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে অলিম্পিক ট্রায়ালে ১০ দশমিক ৪৯ সেকেন্ড নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন গ্রিফিত।

২০১৬ সালে ব্রাজিল অলিম্পিকে সোনা জয়ের পর টম্পসন। তিনি বলেন, “চোটের সঙ্গে লড়েছি আমি। অনেক বাজে কথা শুনেছি। আমার কাছে মনোযোগ ও ছন্দ ধরে রাখা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের হেরে যাওয়া থেকে আমি শক্তি ও অনুপ্রেরণা পেয়েছি।”

বেইজিং ও লন্ডন অলিম্পিকের দ্রুততম মানবী ফ্রেজার-প্রাইস ১০ দশমিক ৭৪ সেকেন্ড টাইমিং করে জিতেছেন রুপা। 

১০ দশমিক ৭৬ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ পদক পেয়েছেন জ্যামাইকার শেরিকা জ্যাকসন।

Link copied!