• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টোকিওর অলিম্পিক ভিলেজে করোনার হানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৪:০৬ পিএম
টোকিওর অলিম্পিক ভিলেজে করোনার হানা

আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। কিন্তু এরই মধ্যে অলিম্পিক ভিলেজে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। যদিও আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছিল ভিলেজটি সম্পূর্ণ নিরাপদ। 

এ দুঃসংবাদে আয়োজক, খেলোয়াড় সবাই দুশ্চিতায় রয়েছেন।   

অলিম্পিক আয়োজক সংস্থার মুখপাত্র মাস তাকায়া সংবাদ সম্মেলনে জানান, ‘ভিলেজে একজন করোনায় আক্রান্ত হয়েছে। অলিম্পিক ভিলেজে স্ক্রিন টেস্ট করার পরে একজনের করোনা পজিটিভ ধরা পড়ে।’

যদিও এখনো করোনা আক্রান্ত ব্যক্তির নাম, পরিচয় বা তিনি কোন দলের সঙ্গে যুক্ত, ওইসব বিষয়ে কিছুই জানানো হয়নি। তিনি ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন।

জাপানে করোনার পরিস্থিতি খুব ভালো নয়। স্থানীয়দের আপত্তি সত্ত্বেও এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করেছে কর্তৃপক্ষ। 

Link copied!