• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

টেস্ট খেলতে ঢাকায় পৌঁছাল আজহার আলীরা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৬:৪২ পিএম
টেস্ট খেলতে ঢাকায় পৌঁছাল আজহার আলীরা 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা কয়েকজন ক্রিকেটার খেলবেন টেস্টে। টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট স্কোয়াডের বাইরের থাকা ক্রিকেটাররা ফিরবেন দেশে। টেস্ট স্কোয়াডে থাকা ১৪ সদস্যের পাকিস্তান দল আজ (রোববার) ঢাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান জানিয়েছেন, বিকেল সাড়ে ৫টায় পাকিস্তান থেকে বাংলাদেশে এসে পৌঁছান তারা।

প্রথম টেস্টটি ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট হবে ৪ ডিসেম্বর। এটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!