ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসি সদ্যই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টির র্যাঙ্কিং প্রকাশ করেছে।
শীর্ষ ব্যাটারের স্থান দখল করেছেন পাকিস্তানের বাবর আজম। সেরা বোলার দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসি ও সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবি। বাংলাদেশের সাকিব আল হাসান আছেন দ্বিতীয় অবস্থানে।
ব্যাটার, বোলার ও অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষ দশে বাংলাদেশ থেকে আছেন কেবল সাকিব। সেরা বোলারের তালিকায় শীর্ষে থাকা তাবরেজের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছেন জশ হ্যাজেলউড।
এটাই জশের ক্যারিয়ার সেরা অবস্থান। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি ৮ উইকেট নিয়েছেন।
একনজরে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা পাঁচ
ব্যাটার:
বাবর আজম (পাকিস্তান)– ৮০৫
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)– ৭৯৮
এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)– ৭৯৬
লোকেশ রাহুল (ভারত)– ৭২৯
ডেভিড মালান (ইংল্যান্ড)– ৭২৮
বোলার:
তাবরেজ শামসি (দক্ষিণ আফ্রিকা)– ৭৮৪
জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)– ৭৮৩
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)– ৭৬০
আদিল রশিদ (ইংল্যান্ড)– ৭৪৬
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)– ৭২৮
অলরাউন্ডার:
মোহাম্মদ নবি (আফগানিস্তান)– ২৬৫
সাকিব আল হাসান (বাংলাদেশ)– ২৩০
মইন আলি (ইংল্যান্ড)– ২০৫
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)– ১৭৯
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)– ১৭৩