২০২১ সালের বিশ্বকাপে ভরাডুবি হলেও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্ব খেলতে হবে না বাংলাদেশকে। আইসিসি ঘোষিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে আটে থাকা দলগুলো সরাসরি খেলবে সুপার টুয়েলভ।
সুতরাং এ বছর টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। জেনে নেওয়া যাক বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর সোমবার, হোবার্টে। গ্রুপ পর্ব থেকে উত্তীর্ণ গ্রুপ ‘এ’ এর রানার আপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর বৃহস্পতিবার, সিডনিতে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের তৃতীয় ম্যাচ ৩০ অক্টোবর রোববার, ব্রিসবেনে। গ্রুপ 'বি' এর চ্যাম্পিয়ন দলকে মোকাবিলা করবে বাংলাদেশ। টাইগারদের চতুর্থ ম্যাচ ২ নভেম্বর বুধবার, অ্যাডিলেডে। প্রতিপক্ষ ভারত।
পঞ্চম ও শেষ ম্যাচে ৬ নভেম্বর রোববার অ্যাডিলেডে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।