আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান আন্তর্জাতিক ক্রিকেটেই নয় কেবল, বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগেও তার শক্তিমত্তা দেখিয়েছেন। রশিদ খান আবারও নিজের প্রতিভার প্রমাণ করলেন। বিগ ব্যাশ লিগের ৪৬তম ম্যাচে অবিশ্বাস্য বোলিং করে তিনি ৬ উইকেট নিয়েছেন।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলা রশিদ খান ব্রিসবন হিটের বিপক্ষে খেলে দলটাকে গুঁড়িয়ে দেন। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৬ উইকেট নেন।
রশিদ খানের চমৎকার বোলিংয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স ব্রিসবন হিটকে ৭১ রানে পরাজিত করে। বিগ ব্যাশের এই মৌসুমে এটিই ছিল রশিদের শেষ ম্যাচ এবং এই ম্যাচে তিনি মনে রাখার মতো পারফরম্যান্স করেছেন।
তবে মজার ব্যাপার হলো, এই ম্যাচে রশিদ খানের শুরুটা ছিল খুবই খারাপ। তার প্রথম বলেই প্রতিপক্ষ ব্যাটার চার মারেন এবং প্রথম ওভারেই ১১ রান দেন এই লেগ স্পিনার। তবে পরের ৩ ওভারে রশিদ মাত্র ৬ রানে ৬ উইকেট তুলে নেন। তার বোলিং নৈপুণ্যে ব্রিসবেন মাত্র ৯০ রানে গুটিয়ে যায়।