• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাইগাররা সেমিফাইনাল খেলবে জানালেন সুজন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৬:১৯ পিএম
টাইগাররা সেমিফাইনাল খেলবে জানালেন সুজন 

বিশ্বকাপের ট্রফিতে চুমু দেওয়ার ইচ্ছা কার না থাকে। এজন্য মাঠের পারফরম্যান্সে নিজেদের উজাড় করে দিতে হয়। বাংলাদেশও অংশ নিচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপ জেতার ইচ্ছা থাকলেও বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ এমনটাই বলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। 
 
রোববার (১০ অক্টোবর) মিরপুরে সংবাদ মাধ্যমে এমন কথা বলেছেন সুজন। সুজন বললেন, ‘আমার প্রত্যাশা সবসময় ভালো। আমি চিন্তা করি বাংলাদেশ নিজেদের সেরাটা খেলবে। আমি বলেছি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে আমি বিশ্বাস করি।’

ভারত, পাকিস্তান এমনকি ওয়েস্ট ইন্ডিজের মতো দল খেলবে বিশ্বকাপে। নিজেদের দিনে যে কাউকেই হারাতে পারে বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপেই ফেবারিট দলকে হারিয়েছিল টাইগাররা। 

বাংলাদেশকে কেন সেমিফাইনালে দেখছেন এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘আমাকে অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় বড় টিম থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলব? আমি বলব- এই সংস্করণটা এমন একটা সংস্করণ যে কেউ যে কাউকে এখানে হারাতে পারে।’

বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভুল করলে চলবে না। আর জ্বলে উঠতে হবে দলের টপ অর্ডারদের। তবে দলে যারা সিনিয়র আছে তাদের থেকেও অনেক কিছু আশা করছেন সুজন। 

সুজন বলেন, ‘আমরা কিন্তু এর আগেও ভারতের সঙ্গে এ সংস্করণে জিততে জিততে হেরেছি। বারবার তো আমরা এক ভুল করব না। আমাদের দলে মুশফিক, সাকিব, রিয়াদ, মুস্তাফিজ যারা সিনিয়র প্লেয়ার আছে টপ অর্ডার জ্বলে উঠলে, আমি বলব লিটন এখন অনেক অভিজ্ঞ, নাঈম শেখরা যদি জ্বলে উঠে আমাদের আটকানো মুশকিল হবে।’

Link copied!