• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাইগারদের জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০২:২৪ পিএম
টাইগারদের জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ
ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে কয়েকভাগে ভাগ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। তবে দেশে ফিরে খুব বেশি বিরতি পাচ্ছে না টাইগার ক্রিকেটাররা। কারণ সীমিত ওভারের সিরিজ খেলতে আবার জিম্বাবুয়েতে পাড়ি দেবে তামিম-মাহমুদউল্লাহরা।

আফ্রিকার দেশটি সফরে গিয়ে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সফরের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে ৩০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। এরপর ৩১ জুলাই ও ২ আগস্ট সিরিজের বাকি দুই ম্যাচ।

টি-টোয়েন্টি শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের তিনটি ম্যাচ ৫, ৭ ও ১০ আগস্ট। দুই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

টি-টোয়েন্টি সিরিজ সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়। আর ওয়ানডে ম্যাচগুলো শুরু বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।


বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি

টি-টোয়েন্টি সিরিজ
৩০ জুলাই: প্রথম টি-টোয়েন্টি
৩১ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি
২ আগস্ট: তৃতীয় টি-টোয়েন্টি

ওয়ানডে সিরিজ
৫ আগস্ট: প্রথম ওয়ানডে
৭ আগস্ট: দ্বিতীয় ওয়ানডে
১০ আগস্ট: তৃতীয় ওয়ানডে

Link copied!