ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার (৯ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
টুর্নামেন্টে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হারে আর নিউজিল্যান্ডের হারের ব্যবধান ৬।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছিল দুই দল। নিউজিল্যান্ডের ১২ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৩ ম্যাচে। নিউজিল্যান্ডের মাটিতে খেলা ৭ টি-টোয়েন্টির কোনোটিতেই জেতেনি বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশে রয়েছে তিন পরিবর্তন। সাব্বির রহমান, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে একাদশ থেকে বাদ দিয়েছে বাংলাদেশ দল। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশেও রয়েছে এক পরিবর্তন। ব্লেয়ার টিকনারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অ্যাডাম মিলনে।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট