• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

টস জিতে বোলিংয়ে খুলনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ১২:১৩ পিএম
টস জিতে বোলিংয়ে খুলনা

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাউন্ড রবিন পর্ব শেষে শুরু হয়েছে প্লে অফের খেলা। প্লে অফের এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে এই দুই দলের খেলা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। 

গ্রুপ পর্বের শেষ দিন প্লে অফের টিকিট পেয়েছে খুলনা ও চট্টগ্রাম দুই দলই। নিজেদের শেষ ম্যাচে সিলেট সানরাইজার্সকে ৪ উইকেটে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অপর ম্যাচে খুলনা ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় মিনিস্টার ঢাকাকে। 

এবারের বিপিএলে গ্রুপ পর্বে দুই দলই নিজেদের ১০ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে প্লে অফে জায়গা করে নেয়। এই ম্যাচে জয়ী দল দিনের পরের কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের পরাজিত দলের মোকাবিলা করবে। 

খুলনা টাইগার্স একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, সৌম্য সরকার, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, খালেদ আহমেদ, নাবিল সামাদ ও রুয়েল মিয়া।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস, জাকির হাসান, আফিফ হোসেন (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, শামিম হোসেন পাটওয়ারি, আকবর আলী (উইকেটরক্ষক), মৃত্যুঞ্জয় চৌধুরী, চ্যাডউইক ওয়ালটন, বেনি হাওয়েল, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!