অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ভারতের জয় ৫ উইকেটে।
শনিবার রাতে ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৭.১ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের সংগ্রহ সবকয়টি উইকেট হারিয়ে ১১১ রান।
দলের অধিনায়ক রাকিবুল হাসান মনে করেন টসে হেরেই ভাগ্য নির্ধারিত হয়েছে তাদের।
ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও ভালো হয়নি। শূণ্য রানে প্রথম উইকেটের পতন ঘটিয়ে বাংলাদেশ লড়াই করার ইঙ্গিত দেয়।
তবে ভারতের ব্যাটাররা এরপর সতর্ক হয়ে খেলতে থাকেন। দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলের ৭০ রানে। ৯৭ রানে ৫ উইকেটের পতনের পর বাকি উইকেট না হারিয়ে অনায়াসেই জিতে যায় ভারত।
দলের অধিনায়ক রাকিবুল ম্যাচ শেষে বলেন, “আমার মনে হয় টসেই আজকের ম্যাচের ফল নির্ধারিত হয়ে গেছে। উইকেট শুরুতে অনেক নরম ছিল। ওদের বোলাররা এটির ফায়দা কাজে লাগিয়ে ভালো বল করেছে।”
তবে এই মাঠেই আরেক কোয়ার্টার ফাইনালে ১৩৪ রানের পুঁজি নিয়ে অসাধারণ পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় আফগানিস্তান।