• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে চেলসি


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৮:০৮ পিএম
টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে চেলসি

ইএফএল তথা ক্যারাবাও কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল লন্ডন ডার্বির দুই দল চেলসি ওটটেনহ্যাম হটস্পারর্স। প্রতিপক্ষ টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কাটে চেলসি।

দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে ব্লুজরা।  স্ট্যামফোর্ড ব্রিজে গত সপ্তাহের একতরফা প্রথম লেগ থেকে ২-০ তে এগিয়ে থাকা চেলসি দ্বিতীয় লেগে বেশ নির্ভার খেলেছে।

টটেনহ্যামও ম্যাচে ফিরতে বেশ মরিয়া হয়ে খেলেছিল। তবে আন্দ্রে মেরিনারের হাফটাইমের পেনাল্টির আবেদন ভিএআরের হস্তক্ষেপে বাতিল হওয়ায় ভেস্তে যায় সব আশা। এমনকি ভিএআর-এ যাচাইয়ের পর অফসাইডের কারণে বাতিল হয় আরেকটি গোল।

ম্যাচের পর চেলসির ম্যানেজার টমাস টুচেল বলেন, "আমরা ফলাফলে খুশি। প্রথমার্ধে আমরা ভালো খেলেছিলাম। তবে প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে এবং আবার দ্বিতীয়ার্ধে খেই হারিয়েছি। আমাদের মনোযোগের অভাবের ফলাফল গোলসংখ্যা কম।"

খেলা বিভাগের আরো খবর

Link copied!