প্যারিসে শনিবার রাতে লিগ ম্যাচে ব্রেস্টের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পিএসজি। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ের মুখ দেখেছে তারা। এর আগে লিগে গত দুই রাউন্ডে যথাক্রমে লরিয়ঁ ও লিওঁর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল পিএসজি।
এই ম্যাচেও লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নামে পিএসজি। ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় প্যারিসের দলটি। কিলিয়ান এমবাপের ডান পায়ের জোরালো শট প্রতিপক্ষ ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টি কেহরের। ম্যাচের ৭৪ মিনিটে আনহেল দি মারিয়ার বদলি হিসেবে সার্জিও রামোস মাঠে নামেন। এরপর ব্যবধান বাড়ানোর বেশ কিছু সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি পিএসজি। ফলে ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
লিগে ২১ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।