• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৮:৪৬ এএম
জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা

রোববার (৬ মার্চ) এলচের মাঠে লা লিগার ম্যাচে নেমেছিল কাতালান ক্লাব বার্সেলোনা। পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে তারা।

ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। প্রথম দিকে আক্রমণে বার্সেলোনা থাকলেও ম্যাচের প্রথম গোল পেয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৪৪ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ফিদেল চাভেস দলকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে খেলার কারণে দুটি ভালো আক্রমণ করে বার্সেলোনা। কিন্তু তারা গোল পেতে ব্যর্থ হয়। বার্সা ম্যাচে সমতা টানে ম্যাচের ৬০ মিনিটে। ফেররান তোরেসের দারুণ গোলে ১-১ সমতায় আসে তারা।

ম্যাচের ৬৪ মিনিটে আবারও আক্রমণ করে বসে এলচে। তবে টার স্টেগানের কল্যাণে এ যাত্রায় রক্ষা পায় তারা। ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। সফল স্পটকিকে দলকে জয়সূচক গোলটি এনে দেন বদলি খেলোয়াড় মেমফিস ডিপে।

লিগে ২৬ ম্যাচে ১৩ জয় ও ৯ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। এক নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট।

খেলা বিভাগের আরো খবর

Link copied!