• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জেমির প্রতি শুভেচ্ছা বার্তায় মাশরাফির আক্ষেপ


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৮:৫৭ এএম
জেমির প্রতি শুভেচ্ছা বার্তায় মাশরাফির আক্ষেপ

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি কোচের পদ থেকে ইস্তফা দেন। সেই সিডন্স আবারও ফিরেছেন টাইগারদের কোচ হয়ে। তবে এবার ব্যাটিং পরামর্শক হয়েছেন এই সাবেক সফল কোচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে এই কোচের। দায়িত্ব নিতে ২ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে ঢাকা এসে পৌঁছেছেন তিনি। বাংলাদেশ দলকে পরিণত করেছেন অস্ট্রেলিয়ান সিডন্সই। দলের সিনিয়র ক্রিকেটারদের আস্থাভাজন হয়ে উঠেছিলেন বলেই সিনিয়র ক্রিকেটাররাও চাইছিলেন জেমি ফিরুক।

তাই জেমিকে স্বাগত জানাতে ভুল করেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সামাজিক দূরত্ব মেনে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সাবেক এই শিষ্য। তবে সেই শুভেচ্ছাবার্তায় কিছুটা আক্ষেপও ঝরে পড়ল। বিপিএলে মিনিস্টার ঢাকায় নাম লেখানো মাশরাফি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিরাপদ দূরত্ব মেনে জেমির সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে লিখেছেন :

“২০১১ এর কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছি জেমি।
মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এ পর্যন্ত আসার পেছনে যাদের অবদান আছে তুমি তাদের ভেতর অন্যতম। আমি হয়তো টিমে আর আসবো না তবে তোমার জন্য শুভকামনা। তোমার প্রতিটি শিক্ষা বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক নতুনত্ব। হয়ে উঠুক আনন্দময়। তোমার প্রতি অগাধ আস্থা রেখেই বলছি।
সামাজিক দূরত্বে থেকে তোমার প্রতি ভালোবাসা।
বাংলাদেশও তোমাকে ভালোবাসে।”

Link copied!