কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে জাহানারা আলমকে বাদ দিয়ে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার অভিযোগ ছিল শৃঙ্খলাভঙ্গের। এ ঘটনায় তিক্ততাও কম ছিল না। তবে এবার জাহানারাকে নিয়েই ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি।
এবারই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ খেলবে বাংলাদেশের মেয়েরা। মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন জাহানারা। শুক্রবার (২৮ জানুয়ারি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে দলটি দেশ ছাড়বে। শনিবার (২৯ জানুয়ারি) থেকে বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্প শুরু হচ্ছে। ৫ মার্চ ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।
বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন ছন্দা ও সানজিদা আক্তার মেঘলা।