• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

জমে উঠেছে ওভাল টেস্ট 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৭:৩৯ পিএম
জমে উঠেছে ওভাল টেস্ট 

ওভালে জমে উঠেছে ইংল্যান্ড ও ভারতের চতুর্থ টেস্ট। টেস্টের পঞ্চম ও শেষ দিনে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। স্বাগতিকদের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের দিকে এগুচ্ছে বিরাট কোহলির দল। 

চতুর্থ দিন শেষে কোন উইকেট না হারিয়েই ৭৭ রান তুলে ইংল্যান্ড। পঞ্চম দিনের প্রথম সেশনে ভারতের শক্তিশালী বোলিংয়ের ভালোই জবাব দিচ্ছিলো ররি বার্নস ও হাসিব হামিদ। দুইজনেই তুলে নেন ফিফটি। লাঞ্চের আগে দুই উইকেটে ১৩১ তুলে ফেলে ইংল্যান্ড। 

কিন্তু লাঞ্চের বিরতির পর ফিরেই টপাটপ উইকেট তুলে নিতে থাকে ভারত। দুই উইকেটে ১৩১ থেকে ৬ উইকেটে ১৪৭ হয়ে যায় ইংল্যান্ড। থ্রি লায়নসদের অধিনায়ক রুট ব্যাট করছেন ১৮* রানে। রুটের সঙ্গী হিসেবে আছেন ক্রিস ওকস। ভারতের হয়ে বুররা ও জাদেজা নিয়েছেন দুইটি করে উইকেট। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে ইংলিশরা। 

Link copied!