• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছয় বছর পর বাংলাদেশে পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০২:৫৭ পিএম
ছয় বছর পর বাংলাদেশে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে হারের পর পাকিস্তানে না গিয়ে বাংলাদেশে পা রাখলেন বাবর আজমরা। টাইগারদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে শনিবার (১৩ নভেম্বর) সকাল ৮.১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে পাকিস্তান দল। দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এলো তারা।

পাকিস্তান দলের বেশির ভাগ সদস্য এলেও দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। মঙ্গলবার (১৬ নভেম্বর) বাংলাদেশে আসবেন তারা। 

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৯ নভেম্বর। আর বাকি দুটি ম্যাচ হবে ২০ ও ২১ নভেম্বর। সব কটি টি-টোয়েন্টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। 

এর আগে ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের কোনো ম্যাচই জিততে পারেনি তারা। আর একমাত্র টি-টোয়েন্টিতেও জিতেছিল বাংলাদেশ। 

টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট হবে শুরু হবে ২৬ নভেম্বর। টেস্ট ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর পরের টেস্টটি শুরু হবে ৪ ডিসেম্বর, যা অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

Link copied!