• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ছুটির মেজাজই কাল হল রিয়াল মাদ্রিদের?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৯:১৫ পিএম
ছুটির মেজাজই কাল হল রিয়াল মাদ্রিদের?

লা লিগায় এবারের মৌসুম দারুণ মেজাজে শুরু করলেও বছরের শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। রোববার প্রতিপক্ষ স্বাগতিক গেতাফের মাঠে ১-০ গোলে হারে তারা। এর ফলে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

গেতাফের বিপক্ষে নিজেদের এমন হতাশাজনক পারফরম্যান্সে হতাশ হয়েছেন গত বছর দলের সাথে যুক্ত হওয়া কোচ কার্লো আনচেলত্তি। তার মতে দলটি ছুটি কাটিয়েছে ঠিকই কিন্তু ছুটির আমেজ কাটাতে পারেনি।

ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে কোচ দায় স্বীকার করে বলেন, ‍“আমার বেশি কিছু বলার নেই। মনে হচ্ছিল আমরা আরও বাড়তি একটা দিন ছুটির মেজাজে ছিলাম। গত বছর যেভাবে শেষ করেছি এ বছর শুরুটা তেমন করতে পারিনি। আমরা গোল হজম করে ফিরে আসার চেষ্টা করলেও নার্ভাস ছিলাম।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!