• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চ্যাম্পিয়ন্স লিগ কে জিতবে, ভবিষৎবাণী করলো কচ্ছপ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২২, ০৪:২২ পিএম
চ্যাম্পিয়ন্স লিগ কে জিতবে, ভবিষৎবাণী করলো কচ্ছপ!
ছবি সংগৃহীত

এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা আগামী রোববার (২৯ মে) রাত ১ টায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসের স্তাদ দি ফ্রান্স স্টেডিয়ামে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ছয়বারের বিজয়ী লিভারপুল।

এরই মধ্যে শুরু হয়ে গেছে কার ঘরে উঠবে এবারের শিরোপা। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে ‘পল দ্য অক্টোপাসে’র একের পর এক ভবিষৎবাণী মিলে যাওয়ার পর থেকেই যেকোনো বড় টুর্নামেন্ট বা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিরে আসে ভবিষৎবাণীর প্রসঙ্গ।

তারই ধারাবাহিকতায় আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কে জিতবে সেটা জানতে চাওয়া হয়েছিল স্পেনে মালাগার সি লাইফ অ্যাকুরিয়ামে গত ১৫ বছর ধরে থাকা ‘ইয়েলো’ নামে এক কচ্ছপের কাছে। অভিনব কায়দায় তার জবাবও দিয়েছে সেই উভচর প্রাণীটি।

কচ্ছপটি দেখাশোনার দায়িত্বে থাকা এক ব্যক্তি কয়েক মিটার দূরত্বে দুটি পাত্রে ব্রকোলির পাতা রেখে একটি পাত্র লিভারপুল আর অন্যটি রিয়াল মাদ্রিদের পাত্র রাখেন। কচ্ছপটি যে জলাশয়ে বাস করে, সেখানে পাত্র দুটি নামানো হয়। এরপর কচ্ছপটি বাঁ দিকে থাকা লিভারপুলের পাত্রটি বেছে নেয়। এর মাধ্যমে কচ্ছপটি জানান দিল যে, প্যারিসে আগামী রোববারের ফাইনালে সালাহ-মানেদের হাতেই উঠবে শিরোপা।

অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ বছর বয়সী ‘ইয়েলো’ নামের সেই কচ্ছপ লিভারপুলের পাত্রটি বেছে নেওয়ার আগে বেশ কয়েক মিনিট দুই পাত্রের চারপাশে ঘুরেছে, যা প্রতিযোগিতাপূর্ণ এবং জমজমাট এক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দিকেই নির্দেশ করছে।

কচ্ছপের এই ভবিষৎবাণী সত্যি হবে কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের দিন শেষ মুহূর্ত পর্যন্ত। তবে তার আগে এমন ভবিষৎবাণী অলরেডস সমর্থকদের মনে বাড়তি অনুপ্রেরণা যোগাবে তাতে কোনো সন্দেহ নেই। 

Link copied!