বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল গড়িয়েছিল গতকাল (১৮ ফেব্রুয়ারি) বিকেলে। ফাইনালের মহারণ মাঠে গড়ানোর আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবারের টুর্নামেন্ট সেরা কে হতে যাচ্ছেন। ব্যাটে-বলে পারফর্ম করা বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অপূর্ণতা কেবল শিরোপা না পাওয়া।
ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ পর্যন্ত কুমিল্লা জিতে নেয় মাত্র ১ রানে। শিরোপা হারানোর মন খারাপের ভেতরে সাকিবের সান্ত্বনা পুরস্কার টুর্নামেন্ট-সেরার খেতাব পাওয়া। এবারের আসরসহ বিপিএলে চতুর্থবারের মতো টুর্নামেন্ট-সেরা পারফর্মারের পুরস্কার জিতে নিলেন সাকিব।
বিপিএলের এই আসরে টানা পাঁচবার ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে। এতে তিনি করেছেন বিশ্ব রেকর্ডও। সংক্ষিপ্ত সংস্করণে এই রেকর্ডের একমাত্র মালিক সাকিব।
ফাইনাল ম্যাচের ১ উইকেটসহ চলতি আসরে সাকিব নিজের ঝুলিতে জমা করেন ১৬ উইকেট। ব্যাট হাতে সব মিলিয়ে তার মোট রান ২৮৪। অলরাউন্ড পারফর্মে সাকিব ছাড়িয়ে গেছেন বাকি সবাইকে। তাই কোনো বিতর্ক ছাড়াই সাকিবের হাতে উঠেছে অষ্টম আসরের সেরার পুরস্কার।