• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬
এএইচএফ কাপ হকি

খোরশেদের হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৭:০৪ পিএম
খোরশেদের হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ছবি সংগৃহীত

এএইচএফ কাপ হকিতে ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল মূলত গ্রুপ সেরা হওয়ার লড়াই। প্রতিযোগিতায় আগের তিন ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ হকি দল খোরশেদুর রহমানের হ্যাটট্রিকে নাটকীয়ভাবে দারুণ এক জয় তুলে নিয়েছে। ৩-২ গোলের এই জয়ে পুল ‘বি’-এর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে গেল ইমান গোবিনাথানের দল।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে লিড এনে দেন খোরশেদ। শুরুতে এগিয়ে যাওয়া বাংলাদেশ নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে। 

কিন্তু তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে গোল করে বাংলাদেশকে হারিয়েই দিচ্ছিল ওমান। মেহেদী হাসানের ভুল পাসে সার্কেলে ঢুকে নিখুঁত ড্র্যাগ ফ্লিকে সমতা ফেরান ওমানের রাশাদ ফাজারি। এরপর চতুর্থ কোয়ার্টারের শুরুতে আল ফাহাদের ফিল্ড গোলে এগিয়ে যায় ওমান।

কিন্তু ৫৬তম মিনিটে রাসেল মাহমুদ জিমির পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরান খোরশেদ। সমতায় ফিরে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ফলে দুই মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন খোরশেদ। তার তিন গোলের লিডে শেষ পর্যন্ত জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টুর্নামেন্টে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম সেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পুল ‘এ’র রানার্সআপ কাজাখস্তান। শেষ চারের আরেক ম্যাচে ওমানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এর আগে গ্রুপ পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করেছিল গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিমি-আশরাফুলরা ৭-০ ব্যবধানে উড়িয়ে দেয় সিঙ্গাপুরকে। আর নিজেদের তৃতীয় ম্যাচে ইরানকে হারায় ৬-২ গোলে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!