• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

খুলনাকে হারিয়ে জয়ে ফিরল বরিশাল


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৬:০১ পিএম
খুলনাকে হারিয়ে জয়ে ফিরল বরিশাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে আজ (শনিবার) মাঠে নেমেছিল ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। খুলনাকে ১৭ রানে হারিয়ে জয়ে ফিরেছে সাকিব আল হাসানের দল।

টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় খুলনা। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। জ্যাক লিনটটের বিদায়ের পর ক্রিস গেইল জিয়াউর রহমানকে নিয়ে দলের হাল ধরেন। দলীয় ৬৪ রানে জিয়া ফিরে যান। দলের ৭৯ রানে গেইল ব্যক্তিগত ৪৫ রানে ফিরে গেলে দল ছন্দ হারায়। নাজমুল হোসেন শান্তর ১৯ ও তৌহিদ হৃদয়ের ২৩ ছাড়া ব্যাটারদের কেউই সুবিধা করতে পারেননি।

সাকিব (৯) শুরুটা দারুণ করেছিলেন। তবে থিসারা পেরেরা দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ফেরান তাকে। টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। বরিশালকে ৯ উইকেটে ১৪১ রানে বেঁধে ফেলে মুশফিকরা।

খুলনার হয়ে কামরুল ইসলাম রাব্বি, থিসারা পেরেরা ও ফরহাদ রেজা দুইটি করে উইকেট নেন। মেহেদি হাসান, শরিফুল্লাহ ও প্রাসানা একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মুজিব-উর-রহমানের জোড়া আঘাতের মুখে পড়ে খুলনা। ৫ রানের মধ্যে আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকারকে ফেরত পাঠান তিনি। রনি তালুকদারকে নিয়ে মেহেদি হাসান বুঝে-শুনে শুরু করলেও মেহেদি (১৭) ফিরে যান দলের ৩৬ রানে। ৪ রানের ব্যবধানে রনিও নুরুল হাসানকে ক্যাচ তুলে দেন।

অধিনায়ক মুশফিকুর রহিম ইয়াসির আলিকে নিয়ে দলের হাল ধরেন। ইয়াসির দলীয় ৮৬ রানে ব্যক্তিগত ২৩ রানে আউট হন। এরপর ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে থাকেন মুশফিক। মুশফিকের উইকেটের মাধ্যমে শেষ উইকেটের পতন ঘটে খুলনার। এই উইকেটকিপার কাম ব্যাটারের ব্যাট থেকে আসে দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান। ১৯ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে খুলনা সংগ্রহ করে ১২৪ রান। ফলে বরিশাল ম্যাচ জিতে যায় ১৭ রানে।

বরিশালের মেহেদি হাসান রানা ৪টি, মুজিব-উর-রহমান ও জ্যাক লিনটট ২টি করে এবং সাকিব আল হাসান ও শফিকুল ইসলাম একটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন রানা।

Link copied!