• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ক্রাইস্টচার্চে টস গুরুত্বপূর্ণ : ডমিঙ্গো


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০২:৪২ পিএম
ক্রাইস্টচার্চে টস গুরুত্বপূর্ণ : ডমিঙ্গো

বে ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। আত্মবিশ্বাসী দল ক্রাইস্টচার্চে আগামীকাল রোববার মাঠে নামবে।

এই সবুজ ঘাসে টাইগারদের জন্য স্বাগতিকদের বিপক্ষে জয় সহজ হবে না। তাই টস জয়কে গুরুত্বপূর্ণ ভাবছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো।

ক্রাইস্টচার্চের স্টেডিয়ামে বাংলাদেশ এখন পর্যন্ত একটি টেস্ট খেলেছে। তা-ও ৪ বছর আগে।

এই স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ১০টি টেস্টের ৯টিতেই প্রথমে ব্যাট করা দল হেরেছে। অর্থাৎ টস জিতে প্রথমে বোলিং নেওয়াটা এই টেস্টের জন্য বড় ভূমিকা রাখবে।

ডমিঙ্গো বলেন, “এখানে টস গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড টস জিতলে প্রথমে বোলিং করতে চাইবে, আমরাও চাইব।”

Link copied!