• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ক্যারিবিয়ানদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৯, ২০২২, ১২:৩৬ পিএম
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ক্যারিবিয়ানদের
ফাইল ছবি

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যস্ত সিরিজ কাটিয়ে বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগামী বৃহস্পতিবার (১৬ জুন) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুইজন আছেন রিজার্ভ সদস্য হিসেবে৷ জেসন হোল্ডার পুরো সিরিজেই বিশ্রামে আছেন। কেমার রোচ আছেন ইনজুরিতে। ফিটনেস টেস্টে উতরাতে পারলে তিনি দলে ১৩তম সদস্য হিসেবে যোগ দেবেন। শ্যানন গ্যাব্রিয়েলও দলের সাথে যুক্ত নেই। সুতরাং বলা চলে, টাইগারদের বিপক্ষে দুর্বল পেস আক্রমণ নিয়ে নামবে ক্যারিবিয়ানরা।

প্রথম টেস্ট শুরুর আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এটি হবে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে। এই ম্যাচের জন্য দলে আছেন তেজেনারায়ন চন্দরপল, রোস্টন চেইস ও জোমেল ওয়ারিক্যান।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমাইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জোশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, জেডেন সিলস, ডেভন থমাস। ট্যাগেরনারিন চন্দরপল (রিজার্ভ) ও শেরমন লুইস (রিজার্ভ)।
 

Link copied!