• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যান্সারের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন পেলে


ফারজানা ববি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০২:০৭ এএম
ক্যান্সারের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন পেলে
ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট পেলে গত সোমবার হাসপাতালে ভর্তি হয়ে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে আবার বাসায় ফিরেছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার।  

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে পেলের শারীরিক অবস্থা এখন ভালো এবং অপরিবর্তিত। তাই তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে ৮১ বছর বয়েসী পেলের বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে। তাৎক্ষণিক টিউমারটি অপসারণ করা হয়। এরপর থেকে পেলেকে নিয়মিত হাসপাতালে যাওয়া-আসা করতে হয়।

এই বয়সে এসে পেলে বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে অন্যতম এই ব্রাজিলিয়ান পেশাদার জীবনে খুব কমই ইনজুরির কবলে পড়েছেন। তবে বয়সের সাথে সাথে শারীরিক নানান জটিলতার মধ্যে নিতম্বের সমস্যা তাকে বেশি ভোগাচ্ছে। এ কারণে তাকে সার্জারিও করতে হয়। পেলে এখন কারও সাহায্য ছাড়া হাঁটতে পারেন না।

গত ফেব্রুয়ারি মাসে পেলেকে কেমো থেরাপি দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনই তার মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে।

Link copied!