• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬
আইপিএল ২০২২

কোহলিদের হারিয়ে টেবিলের শীর্ষে রাজস্থান রয়েলস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ০১:১৫ এএম
কোহলিদের হারিয়ে টেবিলের শীর্ষে রাজস্থান রয়েলস
ছবি- সংগ্রহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রান খরায় ভুগছেন বিরাট কোহলি। তার ব্যাটিং ব্যর্থতায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও হার থেকে বের হতে পারছে না। আগের দুই ম্যাচে শূন্য রানে ফিরে যাওয়া কোহলি করলেন মাত্র ৯ রান। আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৬৮ রানে গুটিয়ে যাওয়া বেঙ্গালুরু এবার রাজস্থান রয়েলসের বিপক্ষে অলআউট হয়েছে ১১৫ রানে।

রিয়ান পরাগের ঝোড়ো ফিফটির পরও রাজস্থানের দেয়া মাত্র ১৪৫ রানের লক্ষ্যে নেমে রবিচন্দন অশ্বিন ও কুলদ্বীপ সেনের বোলিংয়ের কাছেই পরাস্ত হয় ফাফ ডু প্লেসিরা। ইনিংসের ৩ বল বাকি থাকতেই ২৯ রানে হেরে যায় তারা। এই জয়ে রাজস্থান রয়েলস পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে লিগের ৩৯তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান। শুরুর ওভারটা দেখেশুনে কাটিয়ে দিলেও মোহাম্মদ সিরাজের ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার পাডিক্কে ৭ বলে এক ছক্কায় ৭ রান করে ফেরেন। এদিন ওয়ান ডাউনে নেমে দারুণ শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। সিরাজের ওই ওভারের পরের দুই বলেই বাউন্ডারি হাঁকিয়ে জবাব দেন তিনি।

রাজস্থানকে ঝড়ো গতিতে এগিয়ে নিতে এদিন আগে ব্যাটিংয়ে নামা অশ্বিন। সিরাজই তাকে ফিরতি ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন নিজের পরের ওভারে। ৯ বলে ১৭ রান আসে অশ্বিনের ব্যাট থেকে। অশ্বিন আউট হওয়ার পরপরই সাজঘরের পথ ধরেন জস বাটলার। ভয়ংকর এই ব্যাটার ৯ বলে মাত্র ৮ করে হন জস হ্যাজেলউডের শিকার।

এরপর সঞ্জু স্যামসনও ইনিংস বড় করতে পারেননি (২১ বলে ২৭)। হ্যাজেলউডের দ্বিতীয় শিকার ড্যারেল মিচেল খেলেন ধীরগতির এক ইনিংস (২৪ বলে ১৬)। ৯৯ রানে ৫ উইকেট হারায় রাজস্থান।

উইকেট পতনের সেই মিছিল থামেনি। তবে একটা প্রান্ত ধরে দলকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন রিয়ান পরাগ। ৩১ বলে ৩ বাউন্ডারি আর ৪ ছক্কায় হার না মানা ৫৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করে রাজস্থান।  

বেঙ্গালুরুর বোলিংয়ে মোহাম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট পান।

১৪৫ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে কোহলিকে (১০ বলে ৯) হারালেও ৩৭ রান তুলেছিল বেঙ্গালুরু। এরপর আর নিজেদের ধরে রাখতে পারেনি ডু প্লেসি (২১ বলে ২৩), গ্লেন ম্যাক্সওয়েল (১ বলে ০) ও দিনেশ কার্তিকের (৪ বলে ৬) মতো বড় তারকারা। এক ডু প্লেসি ছাড়া আর কেই বিশ রানের কোটা পার করতে পারেননি বেঙ্গালুরুর ব্যাটাররা। 

ফলে এক পর্যায়ে ৯২ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলা বেঙ্গালুরু আর লড়াই করার মতো কাউকে পায়নি। ফলে হতাশার মাঝে কোনোমতে ধুঁকতে ধুঁকতে একশ পার করেছে তারা।

রাজস্থানের পেসার কুলদ্বীপ সেন ২০ রানে নিয়েছেন ৪টি উইকেট। আর ৩ উইকেট শিকার করেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

Link copied!