• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

কোহলিকে ফর্মে ফেরাতে পাঠানো হচ্ছে জিম্বাবুয়ে সফরে!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০৩:৩১ পিএম
কোহলিকে ফর্মে ফেরাতে  পাঠানো হচ্ছে জিম্বাবুয়ে সফরে!
ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরির মালিক এই ব্যাটারের ব্যাটে রান নেই সেই ২০১৯ সালে বাংলাদেশ সিরিজের পর। সম্প্রতি ইংল্যান্ড সফরে ব্যর্থ কোহলিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

তবে আসন্ন এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলিকে ফর্মে ফেরাতে চায় বোর্ড। এজন্য আগামী ১৮ থেকে ২২ আগস্ট জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে এই ব্যাটিং জিনিয়াসকে রাখতে চাচ্ছে বিসিসিআই।

ভারতীয় দলের নির্বাচকরা চান, এশিয়া কাপের আগে ফর্মে ফেরার মঞ্চ হিসেবে জিম্বাবোয়ে সফরের ওয়ানডে সিরিজে মাঠে নামুন কোহলি।

বিসিসিআই সূত্র জানায়, ‘ভারতীয় নির্বাচকদের বৈঠক অনুষ্ঠিত হতে এখনও বেশ কিছুদিন বাকি। তবে পরিকল্পনা হলো, জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে, যে ফরমেটে কোহলি অত্যন্ত সফল, ফর্মে ফিরতে সেই মঞ্চটাকে ব্যবহার করুক। ’

এশিয়া কাপকে সামনে রেখে জিম্বাবুয়ে সিরিজে কোহলি ছাড়া ভারতীয় দলের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। ফলে দলকে নেতৃত্ব দিতে পারেন লোকেশ রাহুল অথবা শিখর ধাওয়ান।

Link copied!