• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লার তৃতীয়, নাকি বরিশালের প্রথম?


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ১২:৪৩ পিএম
কুমিল্লার তৃতীয়, নাকি বরিশালের প্রথম?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের মহারণ আজ (১৮ ফেব্রুয়ারি)। কুমিল্লা ভিক্টোরিয়ানস নাকি ফরচুন বরিশাল—কে কাকে টপকে শিরোপা জয় করবে? উত্তর জানতে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না ক্রিকেট সমর্থকদের।

বিপিএলের এবারের অষ্টম আসরের পর্দা ওঠে জানুয়ারি মাসের ২১ তারিখ। প্রায় এক মাস ধরে চলা তুমুল উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট আজ একদলের হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে পর্দা নামাবে। মিরপুরে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

বিপিএলে এর আগের ৭ আসরের দুইবারই শিরোপা নিজেদের দখলে নিয়েছে কুমিল্লা। অন্যদিকে বরিশাল ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পায়নি। যদিও বিপিএলে অনিয়মিত দল বরিশাল। কয়েক মৌসুম পর ফিরলেও দুর্দান্ত ফর্মে আছে সাকিব আল হাসানের দলটি।

কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস বরিশালকে হারিয়ে দলকে তৃতীয় শিরোপা উপহার দিতে চান। অন্যদিকে ফাইনালের আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বরিশালের অধিনায়ক সাকিব। তার পরিবর্তে দলের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান এসেছিলেন। তিনি চান দলের ছন্দ ধরে রেখে শেষটা ভালো করে দলকে প্রথম শিরোপার স্বাদ পাইয়ে দিতে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!